পাহাড় ধসে পড়েছে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে

0

সিটিনিউজবিডি  :  নগরীতে টানা বর্ষণের কারণে রোববার সকালে ম্যানিলা পাহাড়ের প্রায় ৩০ফুট অংশ ধসে পড়ে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে।

জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন শিকদার জানান ১০জন শ্রমিক এসব মাটি সরানোর কাজ করছে।
তিনি বলেন, শিল্পকলা একাডেমীর মূল ভবনের পশ্চিম পাশে দেওয়াল ও জানলা ভেঙে অফিসে মাটি ঢুকে পড়েছে। এছাড়া নিচতলায় একটি প্রশিক্ষণ কক্ষেও মাটি ঢুকেছে। ম্যানোলা পাহাড় ধসে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি ক্ষতিগ্রস্থ হয়েছে ।

জানা যায় চট্টগ্রাম জেলা প্রশাসনের ঝুঁকিপূর্ণ পাহাড়ের তালিকায় ম্যানিলা পাহাড়ের নাম রয়েছে । জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীনে পরিচালিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.