নৌকার পক্ষে ঐক্যবদ্ধ থেকে সবাইকে কাজ করতে হবে- মোসলেম উদ্দিন

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার হাতের ছোঁয়ায় সারা দেশের ন্যায় চন্দনাইশের চিত্র পাল্টে গেছে। বিএনপি-জামায়াত বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারপরও কর্নেল অলি বলেছিলেন, আ’লীগ কোনদিন ক্ষমতায় যাবে না। ক্ষমতায় গেলে মসজিদে উলুর ধ্বনি পড়বে, মানুষ খেতে পারবে না। কিন্তু এখন বাংলাদেশে কোন দুর্ভিক্ষ হয়নি, না খেয়ে একজন মানুষ মারা যায়নি।

মোসলেম উদ্দিন আহমদ আরো বলেন, মসজিদের উন্নয়নের জন্য সরকার ব্যাপক কাজ করে যাচ্ছে। মানুষ পেট ভরে খেতে পারছে। তাছাড়া এখন সাধারণ মানুষও মোবাইল ব্যবহার করে স্বজনদের সাথে বিদেশে অনায়াসে কথা বলতে পারছে তথ্যপ্রযুক্তির কারণে। অথচ তাদের আমলে বিত্তবানেরা ছাড়া কেউ মোবাইল ব্যবহার করতে পারেনি। লক্ষ টাকায় কিনতে হতো মোবাইল। এক সময় যারা বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিল, এখন তারাই বলছে অর্থনীতিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে। উন্নয়ন দেখার জন্য বাংলাদেশে আসার অনুরোধ জানিয়েছেন তারা। প্রতিটি এলাকায় বিশ্ববিদ্যালয় গড়ে উঠোয় গরীবের ছেলেরা নিজের এলাকায় থেকে উচ্চশিক্ষা লাভ করতে পারছে। দেশে কোন খাদ্যের অভাব নেই, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ এখন বিদেশে খাদ্য রপ্তানি করছে। আ’লীগ সাধারণ মানুষের দল।তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান ।

মঙ্গলবার (২০জুন) বিকালে উপজেলার কাঞ্চননগর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর ব্যবস্থাপনায় উপজেলা আ’লীগের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম-১৪ এলাকার জনগণের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল উপজেলা আ’লীগের সি. সহ-সভাপতি আবুল বশর ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সামশুল হক চৌধুরী।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আ’লীগের সভাপতি এম এ মোতালেব সিআইপি, চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, সাতকানিয়ার পৌর মেয়র মো. জোবায়ের, উপজেলা যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, শ্রমিকলীগের সভাপতি মাহমুদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সেলিম হোসেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর সুকান্ত ভট্টাচার্য্য, দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি সাবেক এমপি হাসিনা মান্নান, সিনিয়র এড. পূর্ণেন্দু বিকাশ চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, সাতকানিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, দক্ষিণ জেলা আ’লীগের সদস্য যথাক্রমে এড. আসহাব উদ্দিন, মাহবুর রহমান শিবলী, দক্ষিণ জেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবদুর রহমানসহ চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) এলাকার নির্বাচিত চেয়ারম্যানগণ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি, সম্পাদকীয় ও কার্যকরী পরিষদ সদস্যসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.