পথশিশুদের ঈদের কাপড় দিলেন রংধনু ফাউন্ডেশন

0

নিজস্ব প্রতিনিধি : পথশিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করেছে চট্টগ্রামে আর্ত মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রংধনু ফাউন্ডেশন। রংধনু ফাউন্ডেশন পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ‘আজ ঈদের খুশি’ ইভেন্টের কার্যক্রম সম্পন্ন করেছে পথশিশুদের নিয়ে। মানবতার সেবায় নিয়োজিত সেবামূলক সংগঠন রংধনু পরিবারের উদ্যোগে কিছু মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচবহনসহ ১৩৬জন পথশিশুকে ঈদের কাপড় কিনে দিলেন।

সোমবার(১৯জুন) নগরীর আগ্রাবাদ লাকী প্লাজা শপিং মল থেকে প্রথম পর্বে ৪৩ জন দ্বিতীয় পর্বে প্রায় ৪৫ জনসহ তৃতীয় পর্ব সোমবারে ৪৮জন পথশিশুদের সাথে নিয়ে ঈদের কেনাকাটা করেন রংধনু ফাউন্ডেশন ।

এসময় উপস্থিত ছিলেন মার্কেট দোকান মালিক সদস্য মাহবুবুর রহমান স্বপন,রংধনু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন সদস্য বিজয়,সাখাওয়াত, সাঈদ, তাজ, আকিব, তানিয়া, ফামিহা তাবাস্সুম, প্রিমা, মুকতাদির। সিনিয়র মেম্বারদের থেকে ছিলেন মাহমুদ,সম্রাট, তাসনিম। সাধারণ সদস্যদের থেকে ছিলেন নাদবীর সিদ্দিকী, মৌসুমি নকিবুল,আরমান, ,মিনহাজ, খাদিজাতুল, নাজমুল জাবেদ,সজল, রাকিব,সৈকত প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.