শেরশাহ সাংবাদিক আবাসন প্রকল্পে নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ দিবে ওয়াসা

0

সিটিনিউজ ডেস্ক :  শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় নিরবিচ্ছিন্ন পানি সরবরাহ করতে চট্টগ্রাম ওয়াসা নতুন প্রকল্প গ্রহণের আশ্বাস দিয়েছে। প্রকল্প গ্রহণে সম্ভাব্যতা যাচাইয়ের জন্যে চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদ আলমকে দায়িত্ব দেয়া হয়েছে।

মঙ্গলবার(২১জুন) সকালে ওয়াসা ভবনে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহর সাথে চট্টগ্রাম সাংবাদিক কোআপারেটিভ হাউজিং সোসাইটির নেতৃবৃন্দের অনুষ্ঠিত বৈঠকে তিনি এই আশ্বাস দেন। এ সময় শেরশাহ সাংবাদিক হাউজিং সোসাইটিতে ওয়াসার নিজম্ব অর্থায়নে পানির রিজার্ভ ট্যাংক, পাইপ লাইন স্থাপনসহ নিরবচ্ছিন্ন পানি সরবরাহে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে বলেও জানান চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। তিনি দ্রুত এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নিতে ওয়াসার কর্মকর্তাদের নির্দেশ দেন।

বৈঠকে সাংবাদিক নেতৃবৃন্দ চট্টগ্রামে পানি সররবাহ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এবং নতুন নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে নগরবাসীকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের উদ্যোগ নেয়ায় চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সম্প্রতি পাহাড়ধসহ প্রাকৃতিক দুর্যোগের কারণে নগরীতে পানি সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাত ঘটায় দুঃখ প্রকাশ করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ পাহাড়ের কাদামাটির কারণে উৎপাদন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। দৈনিক ৬ কোটি গ্যালন পানি উৎপাদন কম হচ্ছে। তবে এ সমস্যা শীঘ্রই সমাধান হবে বলেও তিনি সাংবাদিক নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।

নগরবাসীকে নিরবচ্ছিন্ন পানি সরবরাহের জন্যে চট্টগ্রাম ওয়াসার নেয়া বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক জানান, চলমান প্রকল্পের কাজ শেষ হলে চট্টগ্রাম ওয়াসা ৬২ কোটি গ্যালন পানি উৎপাদন করতে পারবে। এর ফলে ২০৪০ সাল পর্যন্ত চট্টগ্রাম মহানগরী এলাকায় পানি সমস্যা আর থাকবে না। এ সময় সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, হাউজিং সোসাইটির সেক্রেটারী হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, হাউজিং সোসাইটির কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমদ, পরিচালক মহসীন কাজী ও মঞ্জুরুল আলম মঞ্জু।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.