ঈদে যাত্রা নিরাপদ করতে সিএমপির সচেতনতামূলক প্রচার

0

নিজস্ব প্রতিনিধি :  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে এবং মলম পার্টি ও অজ্ঞান পার্টির মত প্রতারক চক্র সম্পর্কে জনগণকে সচেতন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে সচেতনতামূলক ভিডিও চিত্র সকল রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ-ঘাটসমূহে প্রজেক্টরের মাধ্যমে প্রতিদিন প্রচার করা হচ্ছে। ফলে জনগণের মধ্যে নিজেদের নিরাপদ রাখার প্রতি সচেতনতাবোধ সৃষ্টি হচ্ছে।

সকল শ্রেণীর ঘরমুখো মানুষ ও নগরবাসী এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। নগরবাসীর জীবনযাত্রাকে আরো নিরাপদ ও নির্বিঘ্ন করতে ভবিষ্যতেও এ ধরণের সচেতনতামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো যাচ্ছে।

অজ্ঞান পার্টি ও মলম পার্টি সহ যে কোন ধরণের প্রতারক চক্র সম্পর্কে নিকটস্থ থানায় তথ্য দিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জনগণের প্রতি আহ্বান জানানো যাচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.