ধীরে ধীরে বাড়ছে ঘরমুখো মানুষের ভিড়

0
সিটিনিউজ ডেস্ক:: আজ বৃহস্পতিবার ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস।বুধবারের তুলনায় সড়ক, নৌ ও রেলপথে রাজধানী থেকে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে। আজ সকাল থেকেই ঢাকার কমলাপুর রেলস্টেশন, বিভিন্ন বাস টর্মিনাল ও সদরঘাটে যাত্রীদের চাপ লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘরমুখো যাত্রীদের ভিড় বাড়ছে এসব স্থানে।
ঈদের আগে আজ শেষ কর্মদিবস হওয়ায় অনেকেই অফিস শেষে ছুটছেন যার যার বাড়ির পথে। ফলে বাস, লঞ্চ ও ট্রেনে আজকে বেশি ভিড় থাকবে।
কমলাপুর রেলস্টেশনে আনসার কমান্ডার ইয়ার হোসেন জানান, দিনের প্রথম ট্রেন পারাবত এক্সপ্রেস নির্ধারিত ৬টা ৩৫ মিনিটেই সিলেটের উদ্দেশ্য ছেড়ে গেছে। সোনার বাংলা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্য ছেড়ে যায় নির্ধারিত সময় ৭টায়।
এছাড়া এগারসিন্ধুর প্রভাতী ৭টা ১৫ মিনিটে কিশোরগঞ্জের উদ্দেশ্য, তিস্তা ৭টা ৩০ মিনিট দেওয়ানগঞ্জের উদ্দেশ্য, মহানগর প্রভাতী ৭টা ৪৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্য এবং নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় চিলাহাটির উদ্দেশ্য, রংপুর এক্সপ্রেস সকাল ৯টায় রংপুরের পথে এবং অগ্নিবীনা এক্সপ্রেস সকাল পৌনে ১০টায় তারাকান্দির উদ্দেশ্য ছেড়ে যায়।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.