শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫

0

সিটিনিউজবিডিঃ আজ (মঙ্গলবার) সকালে রাজধানীতে বিশাল এক র‌্যালির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৫ শুরু হয়। এবারের প্রতিপাদ্য ‘সাগর নদী সকল জলে, মাছ চাষে সোনা ফলে’।  র‌্যালির নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

পরে মৎস্য ভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বুধবার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, মৎস্য সম্পদ উন্নয়নের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক বুনিয়াদকে আরো মজবুত ও স্বনির্ভর করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশবাসীকে অধিকতর সচেতন ও সম্পৃক্ত করা এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জাতীয় এবং জেলা পর্যায়ের নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.