১০০ কোটি রুপি বেতনেও ভারতের কোচ হবেন না কপিল

0

স্পোর্টস ডেস্ক::অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বনিবনা না হওয়ায় কোচের পদ ছাড়তে হয়েছে অনিল কুম্বলেকে। নতুন কোচের জন্য আবেদন আহবান করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড। একজন বিদেশিসহ মোট ৫জন ওই পদের জন্য আবেদন করেছেন। তবে ভারতীয় কোচ হওয়ার কোনো রকম আগ্রহ বা ইচ্ছা নেই বলে জানিয়েছেন ভারতের বিশ্বখ্যাত অলরাউন্ডার কপিল দেব। ওই পদটা তার এতই অপছন্দ যে, ১০০ কেটি রুপি বেতন দিলেও ভারতীয় দলের কোচ হবেন না।

ভারতীয় এক দৈনিকের সঙ্গে সাক্ষাৎকারে কপিল দেব বলেন,‘ ওই একবারই কোচ হয়েছিলাম, আর না। ন্যাড়া একবারই বেলতলায় যায়। এখন আমাকে ১০০ কোটি টাকা দিলেও বিরাটদের কোচ হব না। কোচ থাকাকালীন বোর্ড আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিল। ওটা আমি ভুলিনি।’

অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বিবাদ প্রসঙ্গে কপিল বলেন,‘আমি বিশ্বাস করি, আলোচনার মাধ্যমেই সব জট খুলে যায়। ধরে নিচ্ছি, দুজনেই দলের ভালো জন্য চিন্তাভাবনা করছিল। দুটো মানুষের লক্ষ্য যদি হয় দলের ভাল করা, এবং তাকে ঘিরে তৈরি হয় মতানৈক্য, তাহলে তো যিনি বোঝাতে যাবেন, তার সুবিধা। কিন্তু উদ্যোগটা নেওয়ার সময় আপনাকে উদার হতে হবে, সৎ হতে হবে এবং বোঝাতে হবে, এই বোঝাপড়াটা দরকার ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য। নাথিং এলস্। এই যে এত জমকালো ভাব ক্রিকেট দুনিয়ায়, তা তো ভারতীয় দলকে ঘিরেই। আমাদের নিয়ে এই যে এত হইচই হয়, সবই তো ব্যাট–বলের কারণেই। এটা মাথায় রাখতে হবে সবাইকেই। তিনি কর্মকর্তা হতে পারেন, তিনি প্রশাসক হতে পারেন, তিনি কোচ হতে পারেন। এমনকি অধিনায়ককেও মাথায় রাখতে হবে, দলই শেষ কথা।’

কোহলির সমালোচনা করে কপিল বলেন,‘কোচকে বাড়তি টাকা দেওয়া হবে কি না তা তো অধিনায়কের দেখার ব্যাপার নয়। এটা তো বোর্ড ও কোচের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে অধিনায়কের বলার কিছু থাকতে পারে না। আবার অধিনায়ক বিরাট বলেছেন, অনিল কুম্বলের সঙ্গে কাজই করবেন না! ভেরি আনফরচুনেট। ভারতীয় ক্রিকেট গত দু’বছরে খুব ভাল ক্রিকেট খেলছে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা পাত্তা পাচ্ছে না। এই অবস্থায় নিজেদের মধ্যে খেয়োখেয়ি করায় পারফরমেন্সের ব্যাপারটা নিয়ে গোটা পৃথিবী আলোচনাই করছে না। এই দলটার যা শক্তি, তাতে যদি নিজেরা ঠিকঠাক থাকতে পারে, তাহলে ইন্ডিয়া অদূর ভবিষ্যতে অসংখ্য ম্যাচ জিতবে ’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.