গুলশান হামলা সম্প্রীতির বন্ধনে কালিমার তিলক: রিজভী

0

সিটিনিউজ ডেস্ক::হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এটি একটি হৃদয় বিদারক ঘটনা। এটি দেশ ও জাতির জন্য কালো অধ্যায়।’

শনিবার সকাল দশটার দিকে হলি আর্টিজানে দলের পক্ষ থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।

রিজভী বলেন, ‘আমাদের আবহমান বাংলার যে সম্প্রীতির বন্ধন, তাতে কালিমার তিলক দিয়েছে এই হামলা। ক্ষমতাসীনদের পক্ষ থেকে যখনই বলা হয় উগ্রবাদ নির্মূল করা হয়েছে, তখনই দেশের কোথাও না কোথাও উগ্রবাদের হিংসাত্মক থাবা পড়ছে।’

গত বছরের ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে  হামলা চালায় জঙ্গিরা। হামলায় দেশি-বিদেশি ২০ জনসহ দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। নিহতদের মধ্যে নয়জন ইতালির, সাতজন জাপানি ও একজন ভারতের নাগরিক। বাকি তিনজন বাংলাদেশি।

পরের দিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জন নিহত হয়। আইএস এর পক্ষ থেকে এদের মধ্যে পাঁচজনকে তাদের ‘সৈনিক’ বলে দাবি করে, তারা হামলার দায় নেয়।

হলি আর্টিজান বেকারিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি, আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলসহ বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা।এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্টজনেরা শ্রদ্ধা জানিয়েছেন।

উগ্রবাদী কিছু গোষ্ঠীর কারণে এই ঘটনা ঘটেছে এমন দাবি করে রিজভী বলেন, হামলার এক বছর অতিবাহিত হলেও এখনো অভিযোগ গঠন করতে পারেনি। আমরা সরকার ও ক্ষমতাসীনদের এই বিষয়ে কোনো ভূমিকাই দেখেনি।

রিজভী বলেন, মানু‌ষের মন থে‌কে সব ভয় শঙ্কা দূর করার দা‌য়িত্ব ক্ষতাসীন‌দের।  তারা এই  কাজ‌টি করবেন এবং আর যে‌নো দে‌শে  এ ধরনের হামলা না হয় সে ব্যপা‌রে সতর্ক থাকা।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব,বিএনপি চেয়ারপারসনের প্রেস ইউং সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.