সৌদি শ্রমমন্ত্রণালয় কফিল বা নিয়োগকর্তাদের মিথ্যা মামলার শাস্তির বিধান করেছে

0

মোঃ মোরশেদঃ সৌদিআরবে প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে পলায়ন(হুরুব)মিথ্যা মামলা করলে কফিল বা নিয়োগকর্তাদের শাস্তির বিধান করেছে সৌদি শ্রমমন্ত্রণালয়।

কোন মালিক(কফিল) বা প্রতিষ্ঠান শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা পলায়ন মামলাকরলে তাকে পাঁচবৎসরের জন্য তার লাইসেন্স সেবা বন্ধকরে দেওয়ার বিধান করার খবর নিশ্চিত করেছে স্থানীয় সংবাদ মাধ্যম আরবনিউজ।

উল্লেখ্য, অনেক নিয়োগ কর্তা প্রবাসী শ্রমিকদের বিরুদ্ধে পলায়ন বা হুরুব মামলা করে অর্থ আদায় এবং অন্যত্র আকামা পরিবর্তন করতে দেয়না। এই আইনে বাংলাদেশি সহ সকল প্রবাসী শ্রমিকদের আকামা পরিবর্তন সহ ভিসা টিকরেখে সৌদিতে থাকতে সুবিধা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.