শেরশাহ সাংবাদিক হাউজিং প্রকল্পের উপ কমিটির সভা অনুষ্ঠিত

0

সিটিনিউজ ডেস্ক :  শেরশাহ সাংবাদিক হাউজিং প্রকল্প এলাকায় পুরানো লে আউটের ভিত্তিত্বেই কমিউনিটি সেন্টার, শপিংমল, স্কুল এবং আবাসন বঞ্চিত সাংবাদিকদের জন্যে ফ্ল্যাট ব্লকসহ বহুতল ভবন নির্মানের সুপারিশ করেছে শেরশাহ হাউজিং প্রকল্প সংক্রান্ত চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি’র উপকমিটি।

পাশাপাশি সোসাইটির অবকাঠামোগত উন্নয়ন, পুলিশ ক্যাম্প স্থাপন, পানি সমস্যার সমাধানে চট্টগ্রাম ওয়াসার প্রস্তাবিত রিজার্ভার নির্মাণ, পাইপ লাইন স্থাপনের জায়গা চিহিৃত করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া এলাকার আইন শৃংখলা পরিস্থিতির উন্নয়নে সোসাইটি এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণ সহ প্রকল্প এলাকায় সোসাইটির নিজম্ব সাইট অফিস স্থাপনের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে সোসাইটিকে অনুরোধ জানানো হয়েছে।

চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির শেরশাহ আবাসিক প্রকল্প সংক্রান্ত উপ কমিটির সভায় এসব সুপারিশ করা হয়।

শুক্রবার(৭ জুলাই) সকালে শেরশাহ সাংবাদিক হাউজিং প্রকল্পের অস্থায়ী কার্যালয়ে সোসাইটির সিনিয়র সদস্য এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সোসাইটির উন্নয়নে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, সেক্রেটারী হাসান ফেরদৌস। এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ নুর উদ্দিন আহমদ, নুরুল করিম বাচ্চু, বাবুল চৌধুরী, শতদল বড়ুয়া, আলোকময় তলাপত্র প্রমুখ।

শেরশাহ সাংবাদিক হাউজিং এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আরো অন্তত: তিনজন দারোয়ান নিয়োগ, সোসাইটির জামে মসজিদের নিরাপত্তা বেষ্টনী মেরামত, সোসাইটির প্রবেশ মুখে ফটক নির্মাণ ও সাইন বোর্ড স্থাপনের জায়গা চিহিৃত করা হয়। এছাড়া সোসাইটির অভ্যন্তরে বিভিন্ন সড়ক- উপসড়ক চিহিৃত করে সড়ক নম্বর সম্বলিত সাইন বোর্ড স্থাপন, রাস্তাঘাট সংস্কার, সোসাইটি এলাকায় আলোকায়নসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনায় সোসাইটির সদস্যদের সহযোগিতা কামনা করা হয়।

সভায় হাউজিং সোসাইটি নেতৃবৃন্দ জানান, আবাসন বঞ্চিত সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানে সোসাইটির পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন সোসাইটির নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ স্থানীয় বাসিন্দা এবং উপকমিটির সদস্যদের সাথে নিয়ে পুরো এলাকা ঘুরে দেখেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.