৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)

0

সিটিনিউজবিডিঃ  বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১২২. বুট ডিস্ক ফেইলর দেখানোর কারণ—
i. র্যামে সমস্যা হলে
ii. হার্ডডিস্ক ড্রাইভ ডিটেক্ট করা না গেলে
iii. জাম্পার সেটিং সঠিকভাবে সেট না হলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
১২৩. ৫০% ক্ষেত্রে মনিটরে ডিসপ্লে না হওয়ার কারণ—
ক. র্যামের সমস্যা
খ. এজিপি কার্ডের সমস্যা
গ. সিপিইউয়ের সমস্যা
ঘ. পাওয়ার বাটনের সমস্যা
১২৪. কম্পিউটার ঘন ঘন Restart হয়ে যায় কী কারণে?
ক. র্যামের সমস্যার কারণে
খ. সিপিইউয়ের ওপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে
গ. সিমোস ব্যাটারি না থাকার কারণে
ঘ. কেসিংয়ে সমস্যা হলে
১২৫. মাউস কাজ না করার কারণ কী?
ক. কিবোর্ড কাজ না করা
খ. কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম লোড করা
গ. মেমোরির জায়গা কমে যাওয়া
ঘ. বায়োসে মাউস ডিজেবল থাকা
১২৬. কিবোর্ড এবং মাউস কাজ করছে না কারণ—
i. পোর্ট কাজ করছে না
ii. বায়োসে ডিজেবল করা আছে
iii.মনিটরে পাওয়ার নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১২৭-১২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মাহমুদের কম্পিউটারটি কোনোরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কয়েক মিনিট পরপর শাট ডাউন হচ্ছে।
১২৭. মাহমুদের কম্পিউটারের এ ধরনের সমস্যা হওয়ার কারণ—
ক. মনিটর নষ্ট
খ. ত্রুটিপূর্ণ ক্যাপাসিটর
গ. র্যামের সমস্যা
ঘ. সিপিইউ গরম হয়ে যাওয়া
১২৮. সমস্যাটির কারণ বের করতে মাহমুদ যা করবে—
i. মাদার বোর্ড চেক করবে
ii. আইসি উত্পাদন করছে কি না
iii. কিবোর্ড ও মাউস চেক করবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
১২৯. কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে?
ক. র্যামে খ. মাদারবোর্ডে
গ. রমে ঘ. হার্ডডিস্কে
১৩০. ক্যাপাসিটর কম্পিউটারের কোথায় থাকে?
ক. মাদারবোর্ডে খ. মনিটরে
গ. মডেমে ঘ. র্যাম স্লটে
১৩১. সিমোস ব্যাটারি কম্পিউটারের কোথায় থাকে?
ক. র্যামে খ. প্রসেসরে
গ. মাদারবোর্ডে ঘ. সিপিইউতে
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
১২২. গ ১২৩. ক ১২৪. খ ১২৫. ঘ ১২৬. ক ১২৭. খ ১২৮. ক ১২৯. খ ১৩০. ক ১৩১. গ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.