জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতি আদালত অবমাননার রুল

0

সিটিনিউজ ডেস্ক::জাতীয় বেতন স্কেল অনুযায়ী এক শিক্ষককে বেতন-ভাতা দেয়ার নির্দেশনার পরও তাকে স্কেল অনুযায়ী বেতন না দেয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.হারুন অর রশিদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে আদালত অবমাননার অভিযোগে উপাচার্যের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই রুল জারি করেন। আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী আব্দুর রব চৌধুরী। তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. গিয়াস উদ্দিন।

আইনজীবী গিয়াস উদ্দিন জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রভাষক হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতাদি না দেওয়ায় ২০১৬ সালে হাইকোর্টে রিট করেন তিনি। ওই রিটের শুনানি নিয়ে আদালত হাফিজুর রহমানকে বেতন-ভাতা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু আদালতের আদেশ সত্ত্বেও বেতন-ভাতা না দেওয়ায় উপাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন হাফিজুর রহমান। সেই আবেদনের শুনানি নিয়ে আদালত আজ  এই রুল জারি করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.