ব্রণের দাগের সমস্যা থেকে মুক্তি

0

সিটিনিউজবিডি : বয়ঃসন্ধিকালে বেশিরভাগ ছেলেমেয়েই ব্রণের সমস্যায় ভোগেন। শুধু এই সময়ই নয়, যাদের তৈলাক্ত ত্বক, তারাও এই সমস্যায় ভুক্তভোগী। অনেকসময় ব্রণ সেরে গেলেও দাগ কিন্তু থেকে যায়। ব্রণের দাগের সমস্যা থেকে কীভাবে মুক্তি পাবেন তার জন্য রইল কিছু টিপস।

যখনই রোদে বেরোবেন, সানস্ক্রিন মাখুন। না হলে ব্রণের দাগ থেকে মুক্তি মিলবে না। দেখা গেছে, যারা রোদে কম ঘোরাঘুরি করেন, তারা খুব সহজেই মুক্তি পান এই সমস্যা থেকে।

ব্রণের দাগ কমাতে লেবুর রসের জুড়ি মেলা ভার। লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড দাগ ছোপ দূর করে ত্বককে করে তোলে উজ্জ্বল।

ব্রণ মোকাবিলায় মধুও ভীষণ উপকারি। অ্যাসপিরিনের সঙ্গে মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। অ্যাসপিরিনে প্রচুর পরিমাণে স্যালিসাইলিক অ্যাসিড থাকে। এবার প্যাকটি ভালো করে মুখে লাগান। এভাবে মিনিট পনেরো রেখে দিন। পার্থক্যটা বুঝতে পারেবেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.