নির্বাচন নিয়ে একটি নতুন ধারা তৈরি হবে: কাদের

0

সিটিনিউজ ডেস্ক:: আগামী নির্বাচনে আওয়ামী লীগ না চাইলেও বিএনপি আসবে বলে মনে করেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই নির্বাচন নিয়ে একটি নতুন নতুন ধারা তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকালে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের সঙ্গে সম্পাদকমণ্ডলীর জরুরি সভা শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন কাদের।

তবে নির্বাচন নিয়ে নতুন কী ধারা তৈরি হবে সেটা বলেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘গণতন্ত্রের দিক বিবেচনায় এটা চলুক সেটা আমরাও চাই। শেষ না দেখা পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’

জেএসডি নেতা আ স ম আদুর রবের উত্তরার বাসায় বৃহস্পতিবার চা চক্রে পুলিশের হানার বিষয়ে কাদের বলেন, ‘আ স ম আব্দুর রব ভাই আমার নেতা ছিলেন। তার সঙ্গে যোগাযোগ রয়েছে। তার বাসায় উল্টাপাল্টা কিছু ঘটে থাকলেও অবশ্যই খবর পেতাম। তেমন কিছু ঘটেনি। তারপরও আমি খবর নেব।’

বিএনপি সদস্য সংগহের নামে জেলায় জেলায় বিশৃঙ্খলা করছে বলেও মন্তব্য করেন কাদের। তিনি বলেন, ‘দলটির নেতাকর্মীদের গায়ে কাপড় থাকে না, এগুলো দেখে হাসি পায়। আওয়ামী লীগের পক্ষ থেকে যেসব পদক্ষেপ নেয়া হয় সেগুলো দেখার পর বিএনপি তা নকল করে করতে গিয়েই বিপাকে পড়ে।’

বিএনপি আওয়ামী লীগকে অনুকরণ করে মন্তব্য করে ক্ষমতাসীন দলের নেতা বলেন, ‘‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আমরা স্লোগান দিয়েছিলাম, ‘এক মুজিব লোকান্তরে, লক্ষ মুজিব ঘরে ঘরে’। পরে জিয়াউর রহমান হত্যার পরও বিএনপিকে দেখেছি ‘এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে’।”

আগস্ট মাসের কর্মসূচি পালনের নামে ভুয়া সংগঠন বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে চাঁদাবাজি যেন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.