পরিকল্পিত নগরায়ন করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার

0

নিউজ ডেস্ক :: সরকার পরিকল্পিত নগরায়ন করছে – গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী  ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ভবন নির্মাণের জন্য বিল্ডিং কোড মেনে করা উচিত।

ফুটপাত থেকে ৫ ফিট জায়গা ছেড়ে দিয়ে ভবন নির্মাণ করা উচিত।

সরকার ভবিষ্যৎ ভেবে পরিকল্পিত নগরায়ন করার সিদ্ধান্ত নিচ্ছে।

মন্ত্রী গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত “নান্দনিক চট্টগ্রামের নন্দিত নাগরিক” শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে।

কর্ণফুলি টানেল, পদ্মা সেতুর মত প্রকল্প নিজস্ব অর্থে করতে সক্ষম হয়েছি। ৩ হাজার ৪শ ওয়াট থেকে ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। আগামি ২০১৮ সালের মধ্যে দেশের সর্বত্র বিদ্যুতায়ন করতে সক্ষম হবো।

সব সরকারি চাকুরিজীবীদের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২০ সালের মধ্যে ৫০% সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা দেয়া হবে।

এজন্য ঢাকার আজিমপুর ও মতিঝিলে ২০ তলা ভবন নির্মাণের কাজ প্রায় শেষ। অন্যান্য বিভাগীয় শহরেও ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল আলম চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চ্যানেল আই এর ব্যুরো চিফ চৌধুরী ফরিদ প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.