ড. ফজলে রাব্বির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

0

ঢাকা অফিস  :   ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে মেয়াদ বাড়িয়ে চাকরি করার অভিযোগে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) পরিচালক ড. ফজলে রাব্বির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ অনুসন্ধানের জন্য সম্প্রতি সংস্থাটির উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুসন্ধানের বিষয়টি দুদক সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, ২০১২ সালে বাউবির পরিচালক ড.  ফজলে রাব্বি চাকরির মেয়াদ শেষ হওয়ার পর ভুয়া মুক্তিযোদ্ধা সনদে ২০১৫ সাল পর্যন্ত চাকরি মেয়াদ বাড়ান।

অভিযোগে আরও বলা হয়,  ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি করে তিনি সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করেছেন। জানা গেছে, অভিযোগের বিষয়ে দুদক শিগগিরই জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.