শুক্রবার সাংবাদিক এম.ওবায়দুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

0

নিজস্ব প্রতিবেদক:: বর্ষীয়ান সাংবাদিক, সাংবাদিক হাউজিং সোসাইটির অন্যতম প্রতিষ্ঠতা মরহুম এম. ওবায়দুল হক ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী।

এ উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার বাদ জুমা সোসাইটির শেরশাহস্থ হাউজিং সোসাইটি জামে মসজিদে মিলাদ ও দোয়া মহফিল অনুষ্ঠিত হবে।

এতে সংগঠনের সদস্যদের উপস্থিত থাকার জন্যে চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান স্বপন মল্লিক, সেক্রেটারী হাসান ফেরদৌস আহবান জানিয়েছেন।

এম ওবায়দুল হক দীর্ঘ প্রায় ৪০ বছর স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীতে রিপোর্টিং বিভাগে কাজ করেন।

সর্বশেষ তিনি চিফ রিপোর্টার হিসেবে অবসরে যান।

দীর্ঘ কর্মজীবনে ওবায়দুল হক সাংবাদিক সমাজের নেতৃত্বের ভূমিকায় ছিলেন।

তিনি চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছিলেন।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

এম.ওবায়দুল হক হাটহাজারী থানার ধলই গ্রামের এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ছাত্রজীবনে তিনি সঙ্গীত নাটক ও রাজনীতিতে জড়িয়ে পড়েন।

তিনি দীর্ঘসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সাহচর্যে কাজ করেন।

তাছাড়া তিনি মওলানা ভাসানীহোসেন শহীদ সোহরাওয়ার্দী সাহচর্যেও রাজনীতিতে সক্রিয় ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.