আওয়ামী লীগ চায় সবাই নির্বাচনে আসুক: কাদের

0

সিটিনিউজ ডেস্ক::বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনীতি করতে হলে সাহস লাগে, মামলা মোকাবেলা করতে হবে। কিন্তু তারেকের কোনোটাই নাই।’

রবিবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জাতীয় পাবলিক সার্ভিস দিবসের অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মামলার ভয়ে পালিয়ে না গিয়ে সেটি জনগণের ওপর ছেড়ে দেয়া উচিত। মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত।’

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডের বিষয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগও চায় সবাই নির্বাচনে আসুক। কিন্তু যারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, তাদের মুখের বিষে নির্বাচনের মাঠ নষ্ট হয়ে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘রাজনীতিতে আক্রমণ থাকবে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ শোভনীয় নয়।’

দল ও জোটের প্রার্থীর বিষয়ে কাদের বলেন, ‘যাদের অবস্থান নির্বাচনী এলাকায় ভালো থাকবে, তারাই মনোনয়ন পাবেন।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.