কৃষি পণ্যের উৎপাদন বাড়াতে সহজ শর্তে ঋণ বিতরণ করতে হবে

0

নিজস্ব প্রতিবেদক::জেলা কৃষিঋণ কমিটির সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল জলিল সভায় সভাপতিত্ব করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, উৎপাদন বাড়লে দেশের অর্থনীতির ভিত্তি মজবুত হবে। দেশে কৃষিজ পণ্য উৎপাদন বাড়ানোর জন্য সহজ শর্তে ও কম মুনাফায় কৃষিঋণ বিতরণ করতে হবে। সর্বোপরি মানুষ ও দেশকে বাঁচাতে হবে।

তিনি প্রত্যেক ব্যাংকের উপস্থিত সদস্যগণকে কৃষিঋণ বিতরণ ও আদায় লক্ষ্যমাত্রা অর্জন করার আহবান জানান। প্রান্তিক জণগণ ঋণ সুবিধা পাচ্ছে কিনা তা যাচাই করারও আহ্বান জানানো হয় এসময়।

অগ্রণী ব্যাংকের ডিজিএম তাপস সরকারসহ প্রশাসনের রাজস্ব সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.