ভারী বর্ষণ ও জোয়ারে বোয়ালখালীর নিম্নাঞ্চল প্লাবিত

0

বোয়ালখালী প্রতিনিধি,সিটিনিউজ : ভারী বষর্ণ ও কর্ণফুলী নদীর জোয়ারের তোড়ে চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়ে পড়েছে।

রোববার (২৩ জুলাই) সকাল থেকে ভারী বর্ষণের ফলে কধুরখীল, চরণদ্বীপ, শ্রীপুর-খরণদ্বীপ, পশ্চিম গোমদন্ডী ও পূর্ব গোমদন্ডী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ঘর-বাড়ী ও রাস্তা-ঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয় বলে জানিয়েছে এলাকাবাসী।

এতে রাস্তা ঘাট প্লাবিত হওয়ায় যান চলাচলে বিঘ্নিত হচ্ছে।

এছাড়া উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের বড়ুয়া পাড়া ও ঘাটিয়ালপাড়া এলাকায় কর্ণফুলী নদীর পানি জোয়ারের তোড়ে বসত বাড়ীতে ঢুকে পড়ায় যাওয়ায় এসব এলাকার লোকজন আশ্রয় কেন্দ্রে নিয়েছেন বলে জানিয়েছেন চরণদ্বীপ ইউপি চেয়ারম্যান শামসুল আলম

তিনি বলেন, ভারী বর্ষণ ও জোয়ারের তোড়ে রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে।

জোয়ারে কয়েক’শ বাড়ি-ঘর পানিবন্দী হয়ে পড়ায় এসব এলাকার প্রায় ২শ জনসাধারণকে চরণদ্বীপ মডেল স্কুলে আশ্রয় নিয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

পৌর কাউন্সিলর এসএম মিজানুর রহমান বলেন,

নদী তীরবর্তী কধুরখীলের গুইলদ্যাখালী, নাজিরখালী, জামতল ও রিভার ভিউ এলাকার বসত বাড়ী ও রাস্তা-ঘাট প্লাবিত হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.