সবাই দুর্নীতিবাজ: অর্থমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক::দেশের সবাই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতিতে যুক্ত বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ কারণে দুর্নীতি নির্মূল করা কঠিন বলে মনে করেন তিনি। তবে মুহিত এও মনে করেন যে, যাদের হাতে ক্ষমতা থাকে তারাই বেশি দুর্নীতি করে।

বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুদক হটলাইন (১০৬) উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। তবে সব মানুষ কীভাবে দুর্নীতি করে সেটার ব্যাখ্যা দেননি অর্থমন্ত্রী।

দুর্নীতির বিষয়ে তথ্য জানাতে টোল ফ্রি এই নম্বরটি চালু করেছে দুর্নীতি দমন কমিশন। তথ্যদাতাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে বলেও জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। তবে যেসব অভিযোগ দুর্নীতি দমন কমিশনের তফসিলভুক্ত কেবল সেগুলোই গ্রহণ করবে কমিশন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা সবাই দুর্নীতিতে নিমজ্জিত, এটা সহসাই নির্মূল করা সম্ভব নয়। তবে আগামী ৮ থেকে ১০ বছরে  দুর্নীতির মাত্রা অনেক কমে আসবে বলে প্রকাশ করেন তিনি। আর এই পরিবর্তনের পেছনে প্রযুক্তির ব্যবহার হতে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আধুনিক তথ্য প্রযুক্তিই দুর্নীতি ঠেকাতে সহায়ক ভুমিকা পালন করে।

অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও বক্তব্য রাখেন। তিনি দুর্নীতি প্রতিরোধে সচেতনতা এবং সবাইকে আইন মানার তাগিদ দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.