মামলা-হামলা করে সরকারের শেষ রক্ষা হবে না- আবুল হাশেম বক্কর

0

সিটিনিউজ ডেস্ক :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম মহানগর যুবদলের এক বিক্ষোভ মিছিল আজ বৃহস্পতিবার(২৭ জুলাই) বিকালে পুলিশী বাঁধা উপেক্ষা করে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয় সম্মূখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, জাতীয়তাবাদী দলের অংঙ্গ ও সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার মামলা-হামলা, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে রাজপথের আন্দোলন দমন করতে পারবে না।

অবিলম্বে সুলতান সালাহ উদ্দিন টুকুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার না করলে বৃহত্তর চট্টগ্রাম থেকে দূর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। তিনি আরো বলেন, যুবদলের উপর হামলা-মামলা করে সরকারের শেষ করা হবে না। অচিরেই সরকার পতনের মাধ্যমে এদেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করা হবে। মহানগর যুবদলের সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র প্রথম যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন এর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর যুবদলের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দ্বীপ্তি।

এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি নুর আহম্মদ গুড্ডু, মহানগর যুবদল নেতা আজমল হুদা রিংকু, নুর হোসেন নুরু, মিয়া মোহাম্মদ হারুন, ম. হামিদ, তাজুল ইসলাম, গুলজার হোসেন, ইলিয়াছ রাজু, এ.কে.এম আজাদ, হেলাল হোসেন, মো. সাগীর, শাহজালাল পলাশ, রাশেদুল হাসান মিল্টন, মাহবুবুর রহমান, মো. ওয়াসিম, দীপঙ্কর ভট্টাচার্য, হুমায়ন কবীর, মো. আরিফ, গিয়াস উদ্দিন টুনু, আসাদুজ্জামান রুবেল, মো. দুলাল, কামরুল, সাহেদ, রাজু খান, লিটন, মো. ইয়াছিন, মো. সালাহ উদ্দিন, মো. মুজিবুর রহমান রাসেল, মো. হাসান, মো. নেজাম উদ্দিন, নাজমুল হোসাইন লিটু, মো. পারভেজ, শহিদুল্লাহ শহিদ, ইকবাল, সুজন দাশ, একে আজাদ, ইসমাইল, সুমন, সোহাগ খান, মো. আক্কাস, মো. জসিম, মো. ইউনুছ মোল্লা, মো. মুসা, মো. ফোরকান উদ্দিন, মো. রাজন, ফৌজুল করিম খোকা, এম.এ কাশেম, মনছুর আহম্মদ মোহন, মো. আজিজ, মোস্তাফিজুর রহমান মানিক, মো তৌহিদ, আজিজুর রহমান ভোলা, গোলাম কিবরিয়া গোলাপ, মো. বেলাল হোসেন, মো. তৈয়ব, চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মো. রুবেল, শরীফুল ইসলাম, মাস্টার আরিফ, এয়াকুব আলী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.