খুলশি টাউন সেন্টারে আইসবার্গ আইসক্রিম পার্লার উদ্বোধন

0

সিটিনিউজ ডেস্ক :: চট্টগ্রাম মহানগরীর অভিজাত শপিং মল খুলশি টাউন সেন্টারে জমকালো আয়োজনে শুক্রবার দুপুরে উদ্বোধন হয়েছে ব্যতিক্রমধর্মী আইসক্রিম পার্লার ‘আইসবার্গ’।

শুক্রবার(২৮জুলাই) খুলশি টাউন সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে বর্ণিল নানা আয়োজনের মধ্যে দিয়ে এই পার্লারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে আইসবার্গের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (নর্থ) হারুন-অর- রশীদ হাজারী, ঈগলু আইসক্রীম-এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ হাবিবুর রহমান, শানসাইন গ্রামার স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সাফিয়া গাজী রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজী বিভাগের সহযোগী অধ্যাপক ড. শারমিন সুলতানা এবং আইসবার্গ-এর উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মেদ।

স্মিতা চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত হয়. ও-টু ডান্স গ্রুপের ডান্স প্রোগ্রাম, খ্যাতনামা জাদু শিল্পি রাজীব বসাকের জাদু প্রদর্শনী, ব্যান্ড শিল্পি পিরান খানের ব্যান্ড শো এবং আরও মজার মজার নানা আয়োজন। আইসবার্গ-এর উদ্বোধন উপলক্ষ্যে আইসবার্গ চেক-ইন দিলেই সারাদিন ব্যাপী ফ্রি আইসক্রিম খাওয়ার সুযোগ দেয়া হয়।

শত শত তরুন-তরুনী, শিশু এবং সর্বস্তরের মানুষ চেক ইন দিয়ে এবং আইসবার্গে ছবি তোলে ফেসবুকে পোস্ট দিয়েই ভিন্নস্বাদের আইসবার্গ আইসক্রীম ফ্রি খাওয়ার সুযোগ লাভ করে।
আইসবার্গের উদ্বোধন উপলক্ষ্যে পুরো সপ্তাহজুড়ে আইসবার্গে আইসক্রিম উৎসব চলবে বলে জানান উদ্যোক্তা সৈয়দ রুম্মান আহাম্মেদ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.