‘সিএনজি অটোরিকশার বেড়ে গেছে’

0

সিটিনিউজবিডি :  দেশে সিএনজি অটোরিকশার পরিমাণ অনেক বেড়ে গেছে। নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেছেন, সিএনজি অটোরিকশা, ইজিবাইক, থ্রি-হুইলারসহ বিভিন্ন যানবাহনের চালকদের অদক্ষতাসহ বিভিন্ন কারণে আমাদের দেশে দুর্ঘটনা ঘটে। তবে এগুলোর মাধ্যমে তাদের পরিবারে জীবিকা নির্বাহ হচ্ছে। তাই সিএনজি অটোরিকশা একেবারে তুলে দিলে হবে না। রাস্তার পাশ দিয়ে একটি বাইলেন করে তাদেরও চলাচলের ব্যবস্থা করা যেতে পারে।

রোববার নড়াইলে এক কর্মশালায় তিনি একথা বলেন।

নড়াইলে নিরাপদ সড়ক চাই নিসচা’র উদ্যোগে র‌্যালি, গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শহরের রুপগঞ্জ বাসস্ট্যান্ড চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী চালকদের কর্মশালায় নড়াইল জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান ও প্রধান বক্তা নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বিশেষ অতিথি নড়াইল জেলা পরিষদ প্রশাসক সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সিভিল সার্জন ডা. সুব্রত কুমার সাহা, এলজিইডি নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস, শ্রমিক নেতা ছাদেক আহম্মেদ খানও বক্তব্য রাখেন।

অন্যান্যের মধ্যে নিসচা জেলা শাখার আহ্বায়ক লে. কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, সদস্য সচিব সৈয়দ খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.