বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সবার জন্য নিরাপদ পানি- শেখ হাসিনা

0

সিটিনিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের সব মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করা হবে।

আজ শনিবার(২৯ জুলাই) রাজধানীতে শুরু হওয়া তিন দিনব্যাপী পানি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে কয়েকটি দেশের সংশ্লিষ্ট মন্ত্রী ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের ১০০ কোটি মানুষ সুপেয় পানির সুবিধার বাইরে আছে। এসব মানুষের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করাই বিশ্বনেতাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বর্তমানে বাংলাদেশের শতকরা ৯৮ ভাগ মানুষ নিরাপদ পানি পাচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.