টেলিভিশন চ্যানেল ‘NEWS24’ র প্রথম বর্ষপূর্তিতে শুভার্থী সম্মেলন

0

সিটিনিউজ ডেস্ক :  স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘NEWS24’ (নিউজটোয়েন্টিফোর)এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে কাজীর দেউড়িস্থ চট্টগ্রাম স্টুডিওতে শুভার্থী সম্মেলন আনুষ্ঠিত হয়। সকাল থেকেই নগরীর কাজীর দেউড়ির এস আলম টাওয়ারে নিউজটোয়েন্টিফোরের চট্টগ্রাম কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানাতে আসেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
শুক্রবার (২৮জুলাই) দুপুর ১২ টায় কেক কেটে বর্ষপূর্তির দিনব্যাপী উদযাপন অনুষ্ঠানের সূচনা করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। চ্যানেলটির চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী সঞ্চালনায় বসুন্ধরা চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের পক্ষ থেকে আগতদের শুভেচ্ছা জানান।

ফুলেল শুভেচ্ছা জানান, সংসদ সদস্য এম এ লতিফ, সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান, চবি উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য শিরীণ আখতার, সিএমপি কমিশনার ইকবাল বাহার, মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, সাবেক সাংসদ মজাহরুল হক শাহ, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক একেএম ফজলুল্লাহ, পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আাওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোহাম্মদ ইসহাক, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, নির্বাহী সদস্য ম শামসুল ইসলাম, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, মহানগর আওয়াামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ সাহাবুদ্দিন, শিক্ষকনেতা আবু তাহের চৌধুরী, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী,আজকের সূর্যোদয়ের ব্যুরো প্রধান জুবায়ের সিদ্দিকী, নগর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুল মান্নান, কবি অভিক ওসমান, বেতারের সাবেক মুখ্য উপস্থাপক ফজল হোসেন, চিটগাং চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, চিটাগাং উইম্যান চেম্বারের পরিচালক রেখা আলম চৌধুরী, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি দেবপ্রসাদ দাস দেবু, এক্স কাউন্সিলর ফোরামের সদস্য সচিব মুহাম্মদ জামাল হোসেন, সুমন দেবনাথ, অ্যাডভোকেট সালাউদ্দিন আহমদ চৌধুরী লিপু, টিভি ক্যামরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শামসুল আলম বাবু, জুনিয়র চেম্বারের রাইসুল উদ্দিন সৈকত, সিসিএলের পরিচালক আবুল হাসনাত বেলাল, সুচিন্তা ফাউন্ডেশনের হাসনাত চৌধুরী ও বোখারি আজম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার, গ্রশুপ থিয়েটার ফেডারেশনের সাইফুল আলম বাবু, বোধনের প্রণব চৌধুরী ও জাবেদ হোসেন, তারুণ্যের উচ্ছ্বাসের মুজাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, হেলাল উদ্দিন, শরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, হাবিবুর রহমান তারেক, ইয়াসির আরাফাত, শাহেদ মিজান, শেখ মহিউদ্দিন বাবু, সাইফুজ্জামান জিপু, সাবরিনা চৌধুরী, আহসান কুতুবী, গোলাম আকবর খোন্দকারের একান্ত সহকারী অর্জুন কুমার নাথ প্রমুখ।

সাাংবাদিকদের মধ্যে ফুলের শুভেচ্ছা জানান-ডেইলি স্টারের ব্যুরো প্রধান দৈপায়ন বড়ুয়া রনি, কালের কণ্ঠের ব্যুরো প্রধান মোস্তফা নঈম, ডেইলি সানের ব্যুরো প্রধান নুরুদ্দিন আলমগীর, বাংলাদেশ প্রতিদিনের সাইদুল ইসলাম, মুহাম্মদ সেলিম, রেজা মুজাম্মেল, দিদারুল আলম, নুরুল আজাদ, সিটিনিউজের নির্বাহী সম্পাদক গোলাম সরওয়ার, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের প্রদর্শনী সম্পাদক সোহেল সরওয়ার প্রমুখ। এদিকে বিজিএমইএ, চিটাগাং চেম্বার, হিন্দু বোদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ, পেশাজীবী সমন্বয় পরিষদ, খেলাঘর, গ্রুপ থিয়েটার ফোরাম, এনটিভি, আরটিভি, চ্যানেল নাইন, এসএ টিভি, মাছরাঙ্গা টিভি, দীপ্ত টিভি, ডাক দিয়ে যাই, রাহে ভাণ্ডার, বোধন, তারুণ্যের উচ্ছ্বাস, বাংলাদেশ ছাত্রলীগ, আইন সহায়তা কেন্দ্রসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নিউজটোয়েন্টিফোরের চট্টগ্রাম অফিসে ফুলেল শুভেচ্ছা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.