সাংবিধানিক পন্থা নির্ধারিত করা আছে সেভাবে নির্বাচন করবো -এরশাদ

0

সিটিনিউজ ডেস্ক : ‘অতীতে তত্ত্বাবধায়ক সরকার এসেছে আমাদের ওপর সুবিচার করেনি, করেছে অবিচার। ১৯৯৬, ২০০১, ২০১১, ২০১৬ সালে আমরা সুবিচার পাইনি। তাই যে সাংবিধানিক পন্থা নির্ধারিত করা আছে আমরা সেভাবে নির্বাচন করবো মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রোববার(৩০ জুলাই) সকালে রাজধানীর বনানীতে দলটির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি বলেন, সংবিধানের অধীনেই নির্বাচনে যাবে জাতীয় পার্টি।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ তা সময়ই বলে দেবে বলে ।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আরো বলেন, ‘আস্থাহীনতায় ভোগার মত নির্বাচন কমিশন এমন কিছু করেন নাই। নির্বাচন কমিশন আমাদের আহ্বান করেছে আমরা তাদের সাথে বসবো কথা বলবো। কথা বলার পর বুঝতে পারবো আসলে ইসি কতটা সুষ্ঠু নির্বাচন করতে পারবে। আশা করি গতবারের মত নির্বাচন হবে না।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.