গাছবাড়ীয়া সরকারি কলেজে ছাত্রসেনার বৃক্ষরোপণ

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ,সিটিনিউজ : চন্দনাইশ উপজেলার গাছবাড়ীয়া সরকারি কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কলেজ শাখার উদ্যোগে “বৃক্ষরোপণ করে যে-সম্পদশালী হয় সে” স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর রতন কুমার চক্রবর্তী।

বুধবার(২ আগস্ট) সকালে কলেজ প্রাঙ্গণে ১টি ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচি শুরু করেন। পর্যায়ক্রমে কলেজের চারিপাশে বিভিন্ন ফলজ, বনজ, ঔষুধী শতাধিক বৃক্ষরোপন করা হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবসেনা নেতা মো. মহিউদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হিরু, গাছবাড়ীয়া কলেজ শাখার সভাপতি মো. রিদুয়ান সাজ্জাদ, ছাত্রসেনা নেতা জাবেদ আহমদ খান, নুরুল আজম, নজরুল ইসলাম, সরওয়ার কামাল রুবেল, ইমরান হোসাইন, নুরুল কবির, ইয়াছিন, আরাফাত, জাকের, মিজান, আরিফ, নুরুল কাদের, খোরশেদ, শামীম, জাবেদ, রিয়াদ, ফারুক প্রমুখ। পরে নেতৃবৃন্দ সাধারণ শিক্ষার্থীদের পরিবেশ রক্ষা ও অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার জন্য বেশি করে বৃক্ষরোপনের আহ্বান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.