পাঁচ টাকার মুদ্রা ইস্যু করার কর্তৃত্ব পাচ্ছে সরকার

0

সিটিনিউজবিডি :  বাংলাদেশ ব্যাংকের পরিবর্তে এখন থেকে অর্থ বিভাগ এ মুদ্রা ইস্যু করবে। দ্রুতই এ সংক্রান্ত আইন সংশোধন করা হবে। সোমবার ‘দ্য বাংলাদেশ কয়েনেজ অ্যাক্ট, ২০১৫’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান আইন অনুযায়ী দুই টাকা পর্যন্ত মুদ্রা ইস্যু করে সরকার। আর এর ওপরের পাঁচ টাকার মুদ্রা থেকে একহাজার টাকার সকল মুদ্রা ইস্যু করে বাংলাদেশ ব্যাংক।

মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন গণমাধ্যমকে বলেন, ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশ জারির পর সরকারের ইস্যুকৃত মুদ্রা ছিল মোট মুদ্রার ১০ দশমিক ৭ শতাংশ, এখন হার কমতে কমতে গত নভেম্বরে এসে শূন্য দশমিক ৮৩ শতাংশ হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.