যেখানে-সেখানে গরুর বাজার বসানো যাবে না- জেলা প্রশাসক

0

সিটিনিউজ ডেস্ক :  চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেছেন, পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে রাস্তার উপর যেখানে-সেখানে গরুর বাজার বসতে দেয়া যাবে না। এতে যানজটসহ জনগণের চলাচলে ক্ষতি হবে।

আজ বৃহস্পিতবার(১০আগস্ট) জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক এ কথা বলেন।

চট্টগ্রামের উন্নয়নের কথা তুলে ধরে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামের জন্য বিগত বছরের চেয়ে এ বছর অনেক বেশি বরাদ্দ দেয়া হয়েছে। সিটি কর্পোরেশন, সিডিএ ও ওয়াসার সাথে সমন্বয় করে উন্নয়নের ধারা আরো গতিশীল করার পরামর্শ দিয়েছে। সারা দেশে ভাইরাস জনিত রোগ চিকুনগুনিয়ার বিষয়ে সচেতনতার কথা তুলে ধরে তিনি বলেন, এডিস মশা উৎপাত বন্ধ করতে হবে। এর জন্য জনসচেতনতার বিকল্প নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথভাবে পালনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীদের মনিটরিং করার আদেশ দেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মমিনুর রশিদ, পুলিশ সুপার নূরে আলম মিনা, সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলী শাহ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তহিদুল হক, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.