শিশু নির্যাতন মানবাধিকার লঙ্ঘন

0

সিটিনিউজবিডি  :     শিশু নির্যাতন মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। পুলিশ প্রশাসন কিংবা সংশ্লিষ্টদের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটছে কি না, তা খুঁজে দেখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

তিনি বলেন, সারা দেশে শিশু নির্যাতন বেড়ে যাওয়াটা উদ্বেগজনক ।

মঙ্গলবার সকালে সিলেটে নির্মম নির্যাতনে খুন হওয়া সামিউল আলম রাজনের বাড়ি সদর উপজেলার বাদেয়ালী গ্রামে গিয়ে মিজানুর রহমান এসব কথা বলেন।

ড. মিজান বলেন, রাজন হত্যার ঘটনায় গাফিলতির অভিযোগে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি আইনে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেবল সাময়িক বরখাস্তের শাস্তি না দিয়ে তাদের বিচারের আওতায় আনতে হবে।

মিজানুর রহমান সৌদি আরবে আটককৃত রাজন হত্যাকাণ্ডের প্রধান হোতা কামরুল ইসলামকে দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানান। তিনি বলেন, সরকার উদ্যোগী হলে কামরুলকে দ্রুত ফিরিয়ে আনা সম্ভব।

মিজানুর রহমান কিশোর রাজনের বাবা-মাকে সান্ত্বনা দেন।

এ সময় সিলেট মহানগর পুলিশের উপকমিশনার ফয়সল মাহমুদ এবং জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

 

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.