মৌলভী সৈয়দ বর্তমান প্রজন্মের কাছে আজীবন অনুকরণীয় হয়ে থাকবে

0

সিটিনিউজ ডেস্ক :  বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রতিবাদকারী চট্টগ্রাম জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা বৃহস্পতিবার(১০ আগস্ট) দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের নগর শাখার যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা‘র সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ বলেন শহীদ মৌলভী সৈয়দ সকল লোভ লালসা এবং অর্থবিত্তের মোহ ত্যাগ করে জাতির জনক বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ করেছিলেন। পরবর্তীতে স্বৈরশাসক জিয়াউর রহমানের নির্দেশনায় ১৯৭৭ সালের ১১ আগস্ট নির্যাতনের মাধ্যমে জেলখানায় মৌলভী সৈয়দকে নির্মমভাবে হত্যা করা হয়। মৌলভী সৈয়দ বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করার জন্য আমৃত্যু লড়াই করেছিলেন। শহীদ মৌলভী সৈয়দ বর্তমান প্রজন্মের যুব সমাজের কাছে আজীবন অনুকরণীয় হয়ে থাকবে।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ফরিদ মাহমুদ, নগর যুবলীগের সদস্য. এড. আনোয়ার হোসেন আজাদ, সাইফুল ইসলাম, আবু সাঈদ জন, নুরুল আনোয়ার, প্রবীর দাশ তপু, আবদুল আউয়াল, ওয়াসিম উদ্দিন চৌধুরী, নাজমুল হাসান সাইফুল, সনত বড়ুয়া, দেলোয়ার হোসেন দেলু, কাজল প্রিয় বড়–য়া, কাজী রাজেশ ইমরান, মুজিবুর রহমান মুজিব, আলাউদ্দিন আলো, হোসেন সরওয়ার্দী প্রমুখ। বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদকের মধ্যে তারেক ইমতিয়াজ ইমতু, মঈনুল ইসলাম, আবদুল ওয়াজেদ খান রাজীব, নজরুল ইসলাম, মো: সালাউদ্দিন, জামাল উদ্দিন রাজু, রফিকুল ইসলাম মালু প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.