বিবিএস হিসাব অনুযায়ী মূল্যস্ফীতি জুলাই মাসে বেড়েছে

0

 সিটিনিউজবিডি  :   বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাব অনুযায়ী, গত মাসে মূল্যস্ফীতির হার পয়েন্ট টু পয়েন্টে বেড়ে হয়েছে ৬ দশমিক ৩৬।  জুলাই মাসে মূল্যস্ফীতি বেড়েছে।

আগের মাসে এটি ছিল ৬ দশমিক ২৫ শতাংশ। মে মাসে ছিল ৬ দশমিক ১৯ শতাংশ। মঙ্গলবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা শেষে অনুষ্ঠিত সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ সব তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘২০১৪-১৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিলো ৬.৪১ শতাংশ। এটি গত তিন বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারের লক্ষ্য ছিলো বছরের গড় মূল্যস্ফীতি ৬.৫০ শতাংশের মধ্যে রাখা। সরকার তা করতে পেরেছে। এটা সরকারের সক্ষমতারও প্রমাণ বহন করে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.