রোহিঙ্গাদের সরানোর আইনি প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রসচিব

0

নিজস্ব প্রতিবেদক::স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহ্মেদ বলেছেন, বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের সরানোর জন্য দু’দেশের মধ্যে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

রোববার (১৩ আগস্ট)  চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন এর সভাপতিত্বে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাসহ চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির আলোকে বিভাগীয় পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এসময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, সিএমপি কমিশনার ইকবাল বাহার পিপিএম, ডিআইজি মনির-উজ-জামান, চেম্বার সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলা প্রশাসকগণ, পুলিশ সুপার, বিজিবি, কোস্টগার্ড এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, রোহিঙ্গা শরণার্থীদের কারণে আমাদের যুব সমাজ মাদক ইয়াবার মত সর্বনাশার পথ বেচে নিয়েছে। অতি সহজে রোহিঙ্গাদের মাধ্যমে বাংলাদেশে মাদক ফেন্সিডেল ইয়াবা পাওয়া যায়। স্কুল কলেজেও ইয়াবা বেচাকেনা হচ্ছে। এতে যেমন আইন-শৃঙ্খলা বাধাগ্রস্থ হচ্ছে অন্যদিকে যুব সমাজ নেশার করাল গ্রাসে আসক্ত হচ্ছে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে মাদক ইয়াবার প্রচার প্রচারণা বেশি। স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে রোহিঙ্গা ও স্থানীয় প্রভাবশালীরা এ কাজে জড়িত। চট্টগ্রামের লোহাগাড়ায় ও চন্দনাইশে রোহিঙ্গা বসবাস করছে। বিভিন্ন কাজের খুঁজে চট্টগ্রাম শহরেও প্রবেশ করতেছে। এরা অল্প পারিশ্রমিকে কাজ করে। পরবর্তীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে স্থায়ী বসবাস করার সুযোগ নেয়।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.