ষোড়শ সংশোধনী রায়ের বিতর্ক রাষ্ট্রপতিকে জানালেন কাদের

0

সিটিনিউজ ডেস্ক :: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ওবায়দুল কাদের বঙ্গভবনে যান। প্রায় ঘণ্টাখানেক তিনি সেখানে কাটান।

বঙ্গভবন থেকে বেরিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ষোড়শ সংশোধনী নিয়ে যে বিতর্ক চলছে, সে বিষয়ে দলের অবস্থান রাষ্ট্রপতিকে জানাতে এসেছিলাম।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসেছিলেন, আমি জানি না। তার সঙ্গে আমার কোনো কথা হয়নি।’

সংবিধানের ষোড়শ সংশোধনী আদালতের রায়ে বাতিল হয়ে যাওয়ার পর এ নিয়ে বিতর্কের মধ্যেই গত শনিবার রাতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন ওবায়দুল কাদের।

প্রধান বিচারপতির কাকরাইলের সরকারি বাসভবনে দু’জনের মধ্যে প্রায় দুই ঘণ্টা স্থায়ী বৈঠক হয়। পরে তারা নৈশভোজে অংশ নেন।

উল্লেখ্য, ষোড়শ সংশোধনীতে উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নিতে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের পরিবর্তন আনা হয়েছিল।

গত ১ আগস্ট তা ‘অবৈধ’ ঘোষণার রায় প্রকাশ করেন সুপ্রিমকোর্ট।

ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন ও ভঙ্গুর নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন। এতে ক্ষুব্ধ হয় ক্ষমতাসীন দল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.