যাত্রী সংকটে বাতিল হলো আরও দুটি হজ ফ্লাইট

0

সিটিনিউজ ডেস্ক :: যাত্রী সংকটের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। হজযাত্রী নিয়ে বৃহস্পতিবার এই দুটি ফ্লাইটের সৌদি যাওয়া কথা ছিল।

যে দুটি ফ্লাইট বাতিল হয়েছে সেগুলো হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১০৭৩ ও বিজি-৫০৭৩।

এর মধ্যে প্রথম ফ্লাইটটি ভোর ৬টা ৫ মিনিটে এবং দ্বিতীয়টি বেলা ১টা ২৫মিনিটে ঢাকা ছাড়ার কথা ছিল।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, হজ যাত্রী সংকটের কারণে আজকে বিমানের দুটি নিয়মিত ফ্লাইট বাতিল হয়েছে।

গত ২৪ জুলাই বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়।

শুরুর দিকে পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় গত ২০ দিনে বিমান ও সৌদি এয়ারলাইনসের ২৯টি হজ ফ্লাইট বাতিল বা সময় পেছানো হয়েছে। এর মধ্যে বিমানেরই ২৫টি ফ্লাইট বাতিল হলো।

এদিকে আজ ভিসা জমা দেওয়ার শেষ দিন হলেও ৪ হাজার ৭৭৬ জন হজযাত্রীর পাসপোর্ট এখনো হজ কার্যালয়ে জমা পড়েনি।

কিন্তু আজ হজযাত্রীদের পাসপোর্ট বাংলাদেশের সৌদি দূতাবাসে জমা দেওয়ার শেষ দিন। তাই আজকের মধ্যেই সব পাসপোর্ট জমা পড়তে হবে।

এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট পৌঁছে ২৪ জুলাই। শেষ ফ্লাইট ২৮ আগস্ট।

ফিরতি ফ্লাইট শুরু হবে ৬ সেপ্টেম্বর ও শেষ ফিরতি ফ্লাইট ৫ অক্টোবর। এ বছর চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.