স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের যাত্রা শুরু

0

নিজস্ব প্রতিবেদক::গ্রামের দরিদ্র-অসহায়, পিছিয়ে পড়া ও মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষার মানোন্নয়নের লক্ষে গত ১৮ আগস্ট রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের উদ্বোধনী অনুষ্ঠান ও ক্লাস অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ সাইফুদ্দীনের সভাপতিত্বে ও মোহাম্মদ হেসামুল আলম বাপ্পু সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরকল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামাল হোসেন তালুকদার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরকল স্কুলের সিনিয়র শিক্ষক আবু ইউসুফ, অঙ্গীকার বাংলদেশের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন ডেনিম।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ তথা একটি রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে এধরণের সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠনের কোন বিকল্প নেই। দরিদ্র অসহায় ছাত্র-ছাত্রীরা এধরণের সাহায্য সহযোগিতা পেলে তারাও একদিন সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।

এতে আরও উপস্থিত ছিলেন, মনিরুল আলম, সোহেল, লিটু, তানভীন, আনিস, জোবায়ের, কাইয়ুম, সাথী, তানজু, সান্তা, সুমাইয়া, মারুফ, এনাম, খোরশেদ, পপি, ফরহাদ, নাঈমা, তাজিন, সাগর, আরফাত, তপু, সজিব, করিম, শরীফ, জিফাত, জিয়াদ সহ স্বপ্নবিলাস বিদ্যা নিকেতনের সদস্য ও শুভকাঙ্খিবৃন্দ।
উল্লেখ্য অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিরতণ করা হয়।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.