দাগহীন ত্বক পেতে এলোভেরার ব্যাবহার

0

লাইফস্টাইল ডেস্ক, সিটিনিউজ :: ত্বকের দাগ দূর করতে এলোভেরা বাহ্যিক এবং অভ্যন্তরিণ দুইভাবেই কাজ করে। দৈনন্দিন ব্যবহার্য বিভিন্ন প্রসাধনীতে প্রায়শই দাবি করা হয়ে থাকে এলোভেরার উপস্থিতির কথা।

আসুন তাহলে জেনে নিই দাগহীন ত্বক পেতে এলোভেরার ব্যাবহার…

♦ এলোভেরার টনিক

এলোভেরার টনিক বানাতে হলে আপনাকে এলোভেরার কচিপাতা যোগার করতে হবে।একটি সতেজ পাতা কেটে নিয়ে পরিস্কার করে দুইভাগ করুন।

এরপর ভেতরের জেলির মতো শাসগুলো চামচ দিয়ে গ্লাসে ঢেলে নিন।

এবার পানি ও চিনি মিশিয়ে তৈরি করুন এলোভেরার টনিক। এর ঝাঁঝালো গন্ধ দূর করতে এর সাথে একটু ট্যাং মেশাতে পারেন।

এই টনিক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পান করলে, প্রাকৃতিকভাবেই পেতে পারেন দাগহীন ত্বক।

এছাড়া ব্রণ এবং সানবার্ণ থেকেও এটি আপনাকে মুক্তি দেবে।

♦ ত্বকের দাগ দূর করতে :

এলোভেরার শাস বা জেল ত্বকের যেসব জায়গায় দাগ আছে, সেখানে সরাসরি প্রয়োগ করতে পারেন।

রাতে ঘুমাবার আগে ত্বকের দাগগুলোতে জেলের মতো করে এলোভেরার শাস লাগান।

সকালে উঠে যেকোনো ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.