আইনশৃঙ্খলার স্বার্থে ঈদে সিএমপির ১৭ পরামর্শ

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ::আসন্ন পবিত্র ঈদ-উল-আয্হা নিরাপদ ও নির্বিঘ্নে উদযাপনের জন্য চট্টগ্রাম মহানগরবাসীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ১৭ ধরণের পরামর্শ দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-টাকা লেনদেনের ক্ষেত্রে জাল নোট বিষয়ে সর্তক,টাকা উত্তোলন ও টাকা বহে পুলিশের সহায়তা, অজ্ঞানপার্টি, মলমপার্টি এবং টিকেট কালোবাজারীদের থেকে সর্তক,অপরিচিত ব্যক্তির দেয়া কোন কিছু না খাওয়া। গুজব সৃষ্টির মাধ্যমে কেউ যাতে আইন-শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে সর্তক থাকা এবং প্রয়োজনে পুলিশকে অবহিত করতে বলা হয়।

যানজট এড়াতে নির্দিষ্ট পার্কিং ব্যতীত যত্রতত্র গাড়ী পার্কিং না করা এবং গাড়ি নিয়ে গরুরহাটে প্রবেশ না করার জন্য অনুরোধ জানানো হয়।

এছাড়া বেপরোয়া গতিতে গাড়ি চালানো,ঈদের ছুটিতে বাড়ি গেলে প্রতিবেশীকে অবহিত করনসহ আরো কয়েকটি পরামর্শ দেয়া হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.