দোহাজারী তদন্ত কেন্দ্রে নজরুল ইসলাম এমপি’র পিকআপ ভ্যান প্রদান

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ,সিটিনিউজ :  বেশ কিছুদিন থেকে চন্দনাইশ থানার দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রে যানবাহনের অভাবে এলাকার শান্তি-শৃংখলা রক্ষায় পুরোপুরি সচেষ্ট হতে পারছিলেন না। এ সংকট থেকে উত্তরণে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে একটি পিকআপ ভ্যান প্রদান করেছেন।

শুক্রবার(২৫ আগস্ট) দুপুরে এ উপলক্ষে দোহাজারী পৌরসভা মিলনায়তনে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনা, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মফিজ উদ্দীন, চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার, দোহাজারী তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ বড়ুয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ নেতা বাবর আলী ইনু, আবদুল্লাহ আল নোমান বেগ, আবদুস শুক্কুর, নবাব আলী, আলহাজ্ব লোকমান হাকিম, শাহ আলম মেম্বার, চন্দন ধর মেম্বার, এরশাদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানের হাতে পিকআপ ভ্যানের চাবি হস্তান্তর করেন ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.