চুয়েটে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ ১৯ সেপ্টেম্বর

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১৫তম বিশ্ববিদ্যালয় দিবস আগামী ১৯ সেপ্টেম্বর উদযাপিত হবে।

এবারের বিশ্ববিদ্যালয় দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘‘Engineers for Mankind”।

সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রধান কনফারেন্স হলে এ উপলক্ষে আয়োজিত এক সভা চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি এবং পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো: হযরত আলী।

উল্লেখ্য, ২০০৩ সালের ১ সেপ্টেম্বর এই প্রতিষ্ঠানটি বিআইটি, চট্টগ্রাম থেকে বিশ্ববিদ্যালয় হিসেবে চুয়েটের যাত্রা শুরু হয়। উক্ত দিনে দিবসটি এর আগে উদযাপিত হলেও চলতি বছর পবিত্র ঈদ-উল-আজহার বন্ধ পড়ে যাওয়ায় ১ সেপ্টেম্বরের পরিবর্তে এবার ১৯ সেপ্টেম্বর চুয়েট বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.