বরেণ্য সাংবাদিক কাজী সিরাজ আর নেই

0

গণমাধ্যম,সিটিনিউজ :: বরেণ্য সাংবাদিক-কলামিস্ট, লেখক ও মুক্তিযোদ্ধা কাজী সিরাজ আর নেই।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ১০টায় রাজধানীর বনশ্রীর ফরাজী হাসপাতালে কাজী সিরাজ ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

টানা চার যুগ সাংবাদিকতায় নিবেদিত কাজী সিরাজ দৈনিক দিনকালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে ভাসানী ন্যাপের রাজনীতির সঙ্গে যুক্ত হন।

এরপর তিনি জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে জড়িত হন এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের দুর্বার আন্দোলনের সময় তার নামে হুলিয়া জারি হয়।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশ নেন। রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ ও মধ্যরাতের টিভি টকশোতে ছিল তার সরব উপস্থিতি।

সর্বশেষ তিনি সাপ্তাহিক রোববার-এ  উপদেষ্টা সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ প্রতিদিন প্রকাশনার সূচনালগ্ন থেকেই তিনি নিয়মিত রাজনৈতিক ঘটনাবলির ওপর কলাম লিখে আসছিলেন।

জাতীয় প্রেসক্লাবে সকাল সোয়া ১০ টায় অনুষ্ঠিত হয় কাজী সিরাজের প্রথম জানাজা নামাজ।

দীর্ঘদিনের সহকর্মীকে শেষ বিদায় জানাতে সকালে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে জড়ো হন কাজী সিরাজের রাজনৈতিক ও সংবাদ মাধ্যমের সহকর্মীরা।

তারা জানান, নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শ ধারণ করলেও বস্তুনিষ্টতায়তিনি ছিলেন অনঢ়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই  মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী অধ্যাপিকা শাহরিয়া আক্তার বুলু অষ্টম জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি ছিলেন।

বাবার আত্মার মাগফিরাতের জন্য সবার কাছে দোয়া চান ছেলে জয় শাহরিয়ার।

এরপর তার লাশবাহী গাড়িটি জন্মস্থান কুমিল্লার চৌদ্দগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। সেখানেই দ্বিতীয় জানাজা শেষে সমাহিত করা হবে তাকে।

উল্লেখ্য, কাজী সিরাজের জন্ম কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া কাজীবাড়িতে। তিনি সাবেক প্রধানমন্ত্রী মরহুম কাজী জাফর আহমদের চাচাতো ভাই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.