দ্বিতীয় টেস্টের শুরুতে চাপে মুশফিক দল

0

খেলাধুলা,সিটিনিউজ :: ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার স্বপ্ন দেখছে মুশফিকুর রহিমের দল।

প্রথম টেস্টে অসিদের হারিয়ে আর সেটার শুরুটাও ভালো করেছে টাইগাররা। এবার তুলির শেষ আঁচড় টানার অপেক্ষা।

তবে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি।

আজ (৪ সেপ্টেম্বর) দিনের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে ফিরে গেছেন তামিম ইকবাল। দলের রান তখন ১৩।

নাথান লায়নের বলে লেগবিফোর হয়ে ফিরে যান টাইগার ওপেনার। প্রথম টেস্টের উভয় ইনিংসে হাফ সেঞ্চুরি করা তামিম আউট হন ৯ রান করে।

তিন নম্বরে ব্যাট করতে এসেছিলেন ইমরুল কায়েস। ১৪তম ওভারের চতুর্থ বলটা এসে আঘাত হানে ইমরুলের প্যাডে।

অসি ফিল্ডারদের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে রিভিউ চেয়ে বসেন লায়ন।

রিপ্লেতে দেখে ইমরুলকে আউট ঘোষণা করেন টিভি আম্পায়ার। বাংলাদেশের স্কোর তখন ২১।

প্রথম সেশনে অবশ্য সৌম্য সরকার আর মুমিনুলের জুটিতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ।

লাঞ্চের আগমুহূর্তে ৮১ বলে ২ চার এবং ১ ছক্কায় ৩৩ রান করে নাথান লায়নের তৃতীয় শিকার হন সৌম্য।

৩ উইকেটে ৭০ রান নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। ২৪ রানে অপরাজিত আছেন মুমিনুল হক।

আজ পেসার শফিউলের পরিবর্তে মুমিনুলকে নেওয়া হয়েছে। শফিউলের বাদ পড়াটা আরেকটি স্পিন বধ্যভূমিরই আভাস দিচ্ছে, যেখানে স্পিনাররা ব্যাটসম্যানদের জীবন ওষ্ঠাগত করে তুলবেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটও স্পিনারদের পক্ষেই কথা বলছে। ইতিমধ্যে ঢাকা টেস্ট জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে মুশফিক বাহিনী।

প্রথমবারের মতো কোনো সিরিজে অস্ট্রেলিয়াকে হারানোর হাতছানি। এ ছাড়া প্রথম ম্যাচে জেতার পর কখনও টেস্ট সিরিজ হারেনি বা ড্র করেনি টিম টাইগার।

নাটকীয়ভাবে ১৪ সদস্যের দলে ফেরা মুমিনুল হক স্থান পেয়েছেন একাদশে। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার শফিউল ইসলাম।

বাংলাদেশ একাদশ :

তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক+ উইকেটকিপার), সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ :

ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, হিলটন কার্টরাইট, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, স্টিভ ও’কিফ ও নাথান লায়ন। 

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.