অগ্নিদুর্গতদের মাঝে পটিয়া আ’লীগের ত্রান বিতরণ

0

নিজস্ব প্রতিনিধি,সিটিনিউজ :: পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাগজী পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২২ পরিবারের মাঝে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের পটিয়াস্থ নেতাদের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যক পরিবারকে নগদ অর্থ, শাড়ী, লুঙ্গি, চাউল বিতরণ করা হয়।

রবিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এ উপলক্ষে উত্তর কাগজী পাড়ায় সংক্ষপ্তি এক আলোচনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি রাশেদ মনোয়ার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অগ্নিদুর্গত ও  অসহায় মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি মানুষের দায়িত্ব ও কর্তব্য। অথচ পটিয়া পৌর সদরের উত্তর কাগজী পাড়ায় অগ্নিকান্ডে ২২ পরিবার দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছে।

তাদের জন্য কেউ এগিয়ে আসেনি,পাইনি ত্রান সামগ্রী। যার কারণে পটিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা আওয়ামী লীগ ছাড়াও বিজিএমই নেতা ও জেলা আ’লীগের সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নাসির, জেলা আ’লীগের সদস্য সেলিম নবী ও কেন্দ্রীয় আ’লীগ উপ-কমিটির সাবেক নেতা দিদারুল আলম ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি বিতরণ করেন।

এতে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি চেমন আরা তৈয়ব, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বিজিএমইএ নেতা মোহাম্মদ নাসির, দক্ষিণ জেলার কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ,

সদস্য সেলিম নবী, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক দিদারুল আলম, আ’লীগ নেতা মামুনুর রশিদ তরফদার, জয়নাল আবেদীন, আশিষ তালুকদার, খাইরুল বশর সোহেল, সবুজ বড়–য়া, সৈয়দ নুরুল আবছার, শাহজাহান চৌধুরী, সোহেল ইমরান,

মাঈনুদ্দিন চৌধুরী, কামাল উদ্দিন, সৈয়দ এস,এম, মোরশেদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, বড়লিয়া আ’লীগের সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, ছনহরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার,

ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, দিদারুল হক জসিম, নাজিম উদ্দিন, তসলিম উদ্দিন রানা, যুবলীগ নেতা ছৈয়দুল হক, সৈয়দ জাবেদ সরওয়ার, মহিউদ্দিন হিরু, উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম লিটন, সহ-সভাপতি নুরুল আমিন, যুগ্ম সম্পাদক ফরহাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা মোঃ মামুন, হাফেজ মহসিন, সরওয়ার ইকবাল। 

উল্লেখ্য, গত ১৮ আগস্ট আকস্মিক এক অগ্নিকান্ডে উত্তর কাগজী পাড়া এলাকার গুইন্ন্যা মিয়া, খুইল্ল্যা মিয়া, মাহমুদ হোসেন, আহমদ হোসেন, লেদু মিস্ত্রী, আবদুর রহমান, আবদুল খালেক, দিদার হোসেন, মো. হারুন, ফয়েজ আহমদ, গিয়াস উদ্দিন, মো. সাদ্দাম, মো.বাদশা, জমিরসহ ২২ পরিবারের সম্পূর্ণ পুড়ে ছাই হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.