মুফতি ইজাহারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

0

চট্টগ্রাম অফিস :  হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।  শনিবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (ডিবি) এস এম তানভির আরাফাত  বলেন, মুফতি ইজাহারের বিরুদ্ধে খুলশী থানায় তিনটি মামলা আছে।  এর মধ্যে বিস্ফোরক আইনের একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট আছে।  ওই ওয়ারেন্ট মূলেই ইজাহারকে আদালতে হাজির কর‍া হয়েছিল।  আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

২০১৩ সালের ৭ অক্টোবর নগরীর লালখানবাজারে মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় হ্যান্ড গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে তিনজন মারা যায়।  পরে পুলিশ সেখানে তল্লাশি চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল এসিড এবং বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নগরীর খুলশী থানায় বিস্ফোরক আইনে, এসিড নিয়ন্ত্রণ আইনে এবং খুনের অভিযোগে পৃথক তিনটি মামলা দায়ের করেন।  তিনটি মামলার অভিযোগপত্র দাখিলের পর আদালত অভিযোগ গঠন করেছেন।  মামলাগুলো এখন বিচারের পর্যায়ে রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.