সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
সিটিনিউজ ডেস্ক::পটুয়াখালীর কলাপাড়ায় চালু হল বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এক হাজার ৫০০ জিবিপিএস ব্যান্ডউইথ সর্বোচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট সার্ভিস প্রদানের লক্ষ্য নিয়ে প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ সরকার, কেবল কোম্পানি বিএসসিসিএল এবং ইসলামী ব্যাংকের ঋণের অর্থায়নে ৬৬০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে এ প্রকল্পটি। এর ফলে বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলোকে আর বিদেশ থেকে ব্যান্ডউইথ কিনতে হবে না বলে সরকার আশা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম ও টেলি যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.