সীতাকুন্ডসহ দশটি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: দেশের সকল স্তরের মানুষকে বিদ্যুৎ সেবার আওতায় আনার লক্ষ্যে সরকারের রাজনৈতিক অঙ্গীকার বাস্তবায়নে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে চলমান রয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীতাকুন্ড, ভৈরব, নরসিংদি সদর, ভেরামারা, সিলেট সদর, মোল্লাহাট, ফকিরহাট, কোটচাঁদপুর ও হাকিমপুরে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন।

এ সময় সাংসদ দিদারুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহা, সিএমপি কমিশনার মো. ইকবাল বাহার, ডিআইজি এ এস এম মনির-উজ্-জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাশুকুর রহমান সিকদার, শিক্ষা ও আইসিটি মো. হাবিবুর রহমান, সীতাকুন্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভুইঞা সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এসময় প্রধানমন্ত্রী দেশের নানা উন্নয়নের কথা তুলে ধরে বলেন, যোগাযোগের সুবিধার জন্য রাস্তা মেরামত, স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন হাসপাতাল সহ আঠারো হাজারের অধিক কমিউনিটি ক্লিনিক, স্নাতক ডিগ্রি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে শিক্ষার সুযোগ, স্কুল ফিডিং, মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা করেছি।

এছাড়াও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য প্রিপেমেন্ট মিটার ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.