চন্দনাইশে কুকুরের কামড়ে ৩৫ জন আহত

0

নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ,সিটিনিউজ : চন্দনাইশ পৌরসভা ও দোহাজারী এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ৩৫ জনের অধিক আহত হয়েছে। ১৬ সেপ্টেম্বর শনিবার সারাদিন চন্দনাইশ পৌরসভার ও দোহাজারী এলাকায় বেওয়ারিশ কুকুরের কামড়ে ৩৫ জনের অধিক আক্রান্ত হয়। সকালে চন্দনাইশ পৌরসভার পূর্ব জোয়ারা জসিম উদ্দীনের মেয়ে আনিকা আক্তার (৮), খরনা থেকে বেড়াতে আসা হেলাল উদ্দীনের ছেলে মো. মাহিম (৪), হারলা জাফর আহমদের ছেলে মো. জিসান (৮),মৃত জাফর আলমের ছেলে আতানুর পিনু (৭), জামিজুরীর রূপনা দাশ (১৬), রূপম দাশ (৩০), কমল আচার্য্য (৩৫), বারুদখানা এলাকার মোজাম্মেল হক (২০), দোহাজারী কাঠগড় এলাকার জাগের হোসেন (৪৫), নুর হোসেন (৫০) বেওয়াারিশ কুকুরের কামড়ে আক্রান্ত হয়।

এদের মধ্যে চন্দনাইশ পৌর এলাকার আক্রান্তদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অন্যান্যদেরকে বিভিন্ন এলাকার চিকিৎসার পাশাপাশি পৌর এলাকার দুল্লর্ভ পাড়ার শওকত হোসেনের নিকট ৩০ জনের অধিক পেঁপেঁ পড়া নিয়ে চিকিৎসা নিতে আসে বলে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুর রহমান ও পৌর মেয়র মাহবুবুল আলম খোকা বলেছেন, যেহেতু আইনগত ভাবে বেওয়ারিশ কুকুর মারা আইনত বাধা রয়েছে। তাই বেওয়ারিশ কুকুর মারা যাচ্ছে না। তবে আজ ১৭ সেপ্টেম্বর জেলা পর্যায়ে সভায় বিষয়টি তুলে আনবেন বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.