মিয়ানমার থেকে চাল আমদানি করা হবে-খাদ্যমন্ত্রী

0

সিটিনিউজ ডেস্ক :: খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম জানিয়েছেন, মিয়ানমার থেকে এক লাখ মেট্রিক টন আতপ চাল আমদানি করা হবে। প্রতি টন চালের দাম পড়বে ৪৪২ ডলার।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন মন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের নয় সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার বাংলাদেশে এসেছে। তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমরা প্রতি টন আতপ চাল ৪৪২ ডলারে প্রস্তাব করায় তারা রাজি হয়েছে। এখন এই প্রস্তাব আমরা প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সরকারি ক্রয় কমিটিতে পেশ করব। ক্রয় কমিটি সেটি অনুমোদন করলে এলসি ও চাল আমদানি শুরু হবে।’

কবে নাগাদ এ চাল বাংলাদেশে পৌঁছাবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘আনুষঙ্গিক কাজ শেষ করতে একটু সময় লাগবে।’

মিয়ানমার প্রতিনিধিদের সঙ্গে কোনো চুক্তি হয়েছে কি না, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ‘সব কিছু ফাইনাল হয়েছে। এর বাইরে আমি আর কোনো প্রশ্নের জবাব দেব না।’

এদিকে মিয়ানমারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মিয়ানমারের রাইস ফেডারেশনের মহাপরিচালকের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসে। গতকাল সচিবালয়ে তাদের সঙ্গে বৈঠক হয়। ১০ লাখ মেট্রিক টন চালের বিষয়ে তাদের সঙ্গে কথা হয়।

তারা দুই দফায় এই চাল রপ্তানি করতে রাজি হয়। তবে তারা প্রতি টন চালের দাম চায় ৪৫৫ ডলার। শেষ পর্যন্ত তারা চালের দাম ৪৪৫ ডলার বলে এবং ১০ দিনের মধ্যে মতামত জানতে চাওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে তাদের ৪৪২ ডলার প্রস্তাব করা হয়। কোনো প্রকার সমঝোতা ছাড়াই রাতে তাদের সঙ্গে বৈঠক শেষ হয়।

ওই কর্মকর্তা আরো বলেন, আজ দুপুরে মিয়ানমারের কর্মকর্তারা দেশ ত্যাগ করার আগে মন্ত্রণালয়ের সচিবকে বাংলাদেশের প্রস্তাব অনুযায়ী ৪৪২ ডলার দামে দুই দফায় এক লাখ টন চাল দিতে রাজি হয়। এরপর ওই প্রতিনিধি দল মিয়ানমারের উদ্দেশ চলে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.